বরিশালের উজিরপুরে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি ১৭ জনের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সার্বিক তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার স্যার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন এবং নিহতদের দাফনে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

এর আগে রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ জন নিহত হয়। এ সময় আহত হয় আরও ১৭ জন। 

সৈয়দ মেহেদী হাসান/এসপি