হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস এখনো কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলে যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন-২ এর ইউনিট ট্রান্সফার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও অন্যান্য এলাকায় স্বাভাবিক ছিল।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, আগুন অনেক ছড়িয়ে পড়েছিল। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে। 

আরএআর