মাদারীপুরে খাল পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে খাল পুনরুদ্ধার দাবিতে রোববার এলাকাবাসীর মানববন্ধন
মাদারীপুরে দখল হওয়া খাল পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মধ্যপেয়ারপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, মানববন্ধনে এলাকার শিশু-কিশোরসহ শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সোয়া ২ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে মধ্যপেয়ারপুর খাল।
বিজ্ঞাপন
এটি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের অবহেলার কারণে বেদখল হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। এতে কৃষিকাজে পানি সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার শত শত কৃষক।
এছাড়া খালটি অস্তিত্ব সংকটে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই দ্রুত খাল উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
বিজ্ঞাপন
এমএসআর