সোমবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ রয়েছে
সিলেটে সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিকরা। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ কর্মসূচি দেন তারা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আমরা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দিলাম। এ সময়ের মধ্যে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, সিসিক কর্তৃপক্ষ স্ট্যান্ড উচ্ছেদ করতে চাইলে শ্রমিকরা স্ট্যান্ডের জন্য জায়গা চান। একপর্যায়ে জায়গা না দিলে শ্রমিকরা গাড়ি নিয়ে সরবেন না বলে জানালে দেখা দেয় উত্তেজনা। পরে সিসিকের পক্ষ থেকে উচ্ছেদ কাজ শুরু করতে চাইলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি নিয়ে হামলা চালায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও উভয়পক্ষের কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শ্রমিকদের দাবি, সিসিক কর্তৃপক্ষ জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে হামলা চালান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘সিলেট সিটি করপোরেশন অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে শ্রমিকরা হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বন্দুকসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তুহিন আহমদ/এসপি