উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ করাসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। দাবি আদায়ে লিফলেট বিলি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। একইসঙ্গে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতারা।

বুধবার (১ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ ও ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ ১৫ দফা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন।

এ সময় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একক খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষি এবং কৃষকের। এই খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান। কিন্তু বাজেটে সবসময় এই খাত অবহেলিত।

নেতারা অভিযোগ করে বলেন, প্রতি বছর ফলন ভালো হলেও কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। লাভজনক দামে বিক্রি করতে না পেরে কৃষকের কষ্ট দুর হচ্ছে না। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট নিয়ন্ত্রকরা কৃষকের লাভ কেড়ে নেয়। এ কারণে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের ফসল ক্রয়ের জন্য বরাদ্দ দিতে হবে।

এ সময় সার, ডিজেল ও বীজসহ সব কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকি প্রদান এবং কৃষিখাত রক্ষায় উত্থাপিত ১৫ দফা বাস্তবায়ন করতে সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়ে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ দিতে আহ্বান জানান বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের রংপুর জেলার নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু। অন্যদের মধ্যে সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, এমদাদুল হক বাবু, আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই