শেরপু‌রের শ্রীবরদীতে হার‌পিক খেয়ে এক কলেজছাত্রেরর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (০১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওই শিক্ষার্থীর নাম সা‌ব্বির আহ‌ম্মেদ (২৪)। তিনি শ্রীবরদী সাতানী এলাকার মৃত জালাল উদ্দিনের ছে‌লে এবং শেরপুর কৃ‌ষি ডি‌প্লোমা ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিল। 

স্বজ‌ন সূ‌ত্রে জানা গেছে, সা‌ব্বির আহ‌ম্মেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিল। চার‌ দিন ধ‌রে ‌ঠিকম‌তো ঘুমা‌তে পা‌রছিলেন না। এ অবস্থায় বুধবার সকা‌লে নিজ বা‌ড়ি‌র বাথরুমে গিয়ে হার‌পিক পান ক‌রে। এরপর প‌রিবা‌রের সদস্যরা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে শ্রীবরদী হাসপাতা‌লে নি‌য়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চি‌কিৎসক তাকে ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালে রেফার ক‌রেন। ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সা‌ব্বি‌র মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জাহিদুল খান সৌরভ/এসপি