খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. ফরিদ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এ ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার ঢাকা পোস্টকে বলেন, সকালে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে কিছুদূর যেতেই ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাগেরহাটের চিতলমারীতে তার বাড়ি।

খুলনা জিআরপি থানার সেকেন্ড অফিসার (এসআই) মফিজুল হক ঢাকা পোস্টকে বলেন, স্টেশনের শেষ প্রান্তে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। তার শরীর থেকে মাথা আলাদা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

মোহাম্মদ মিলন/আরএআর