ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকায় পৃথক ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে তাদের মৃত্যু হয়। 

এর মধ্যে ত্রিশালে বাসচাপায় আইরিন সুলতানা (৩০) ও আবু সিদ্দিক (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী এবং ভালুকায় বজ্রপাতে সাফা মারওয়া (১০) ও মানসুরা মীম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন জানান, ত্রিশালের বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। 

তিনি আরও জানান, নিহতদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। 

অপরদিকে ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দুপুর ২টার দিকে রাজৈর ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে খেলাধুলা শেষে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল ওই দুই শিশু। এ সময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা যায়। মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সাফা মারওয়া উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং মানসুরা মীম পনাশাইল গ্রামের আজাহার মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

উবায়দুল হক/আরএআর