আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জুন মাস একটি ঐতিহাসিক মাস। এই জুন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা পেশ করেছিলেন। এই জুন মাসেই আমাদের প্রিয় নেত্রী কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। আবারো এই জুন মাস সমৃদ্ধ হতে যাচ্ছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাঙালি জাতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শুক্রবার (৩ জুন) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ফখরুল সাহেব, আপনার ম্যাডাম বলেছিলেন- ‘এই পদ্মা সেতু শেখ হাসিনার সরকার করে যেতে পারবে না। জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে। সাবধান কেউ পদ্মা সেতুতে উঠবেন না। যে কোনো সময় ভেঙে পড়তে পারে।’ কী মূর্খ এক প্রধানমন্ত্রী ছিল এই দেশে। কত বড় মূর্খ এই মির্জা ফখরুল।

তিনি বলেন, কত কথা শুনিয়েছিল, কত গুজব ছড়ানো হয়েছিল। ফখরুল সাহেব, লজ্জাবোধ যদি থাকে, আত্মমর্যাদাবোধ যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ ২৫ তারিখের পর নিজের থুথু নিজের চাটতে হবে। 

‘এই সরকার শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিচ্ছে। কাজেই এই সরকারকে না হটিয়ে আমাদের কোনো গত্যন্তর নেই।’ মির্জা ফখরুলের এই মন্তব্যের জবাবে নানক বলেন, জেনারেল জিয়ার বুটের তলায় পিষ্ট হয়েছিল গণতন্ত্র। মতিউর রহমান নিজামীকে কে বা কারা মন্ত্রী বানিয়েছিল, মির্জা ফখরুল আমি আপনার কাছে জানতে চাই।

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রমুখ।

আরএআর