দাউ দাউ করে জ্বলছে আগুন। নিজের ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করছিলেন এক তরুণ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। আশপাশের সব কিছু অন্ধকার হয়ে যায়। আর এরপর থেকেই নিখোঁজ রয়েছেন বিস্ফোরণের ঘটনা লাইভ করা অলিউর রহমান। শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। 

নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। 

অলিউর রহমানের সহকর্মী রুয়েল ঢাকা পোস্টকে বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। 

ঢাকা পোস্টের প্রতিবেদক যখন মুঠোফোনে রুয়েলের সঙ্গে কথা বলছিলেন তখনও বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। রুয়েল বর্ণনা দিয়ে বলেন, খুব‌ই ভয়াবহ অবস্থা। ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেঁচে থাকলে আমার কাছেই আসত। কারণ আমরা একসঙ্গে কাজ করি। এক জায়গায়তেই থাকি। 

তিনি আরও বলেন, যখন বিস্ফোরণ ঘটে তখন মূলত রাতের খাবারের সময় ছিল। নয়তো আরও অনেক লোক মারা যেতেন। 

ওমর ফারুক নাঈম/এসপি