লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা পাড়ি দেন ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের গাড়িবহর দেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে এ ঘটনা ঘটে।  

দলীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নিতে যাচ্ছিলেন ইশরাক। তার গাড়িবহর মাওয়ার শিমুলিয়া ঘাটে গেলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা পাড়ি দেন ইশরাক।

প্রকৌশলী ইশরাক হোসেন পরে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার জন্য আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। কিন্তু শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়ি বহর আটকে দেয়। আমাদের গাড়ি বহর যাতে না যেতে পারে এজন্য ঘাট কর্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, বিএনপি নেতা কর্মীদের দেখে ফেরি বন্ধ করা হয়নি। বিএনপি নেতাকর্মীরা যখন শিমুলিয়া ঘাটে আসেন তখন ফেরিগুলো সব নদীর ওপারের মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ছিল।

ব.ম শামীম/আরএআর