ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আশান মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার কাপাশাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আশান মন্ডল চুয়াডাঙ্গার চিতলিয়া রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে উপজেলার কাপাশাটিয়া গ্রামের লিটন মোল্লার বাড়ি থেকে একটি নসিমন চুরি হয়ে যায়। ঘটনা টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন লিটন ও তার সঙ্গীরা। একপর্যায়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকা থেকে নসিমনসহ আশানকে আটক করেন। এ সময় স্থানীয় হাজি আরশেদ আলী কলেজ মাঠে আশানকে পিটিয়ে হত্যা করে এলাকার লোকজন।

ওসি আরও জানান, সকালে ওই ব্যক্তির মরদেহ হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

নিহতের খালা পারুল বেগম বলেন, আশান মন্ডল ব্যবসা করতেন। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম জানান, ভোরের দিকে আশান মন্ডলকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং সকাল ১০টায় পুলিশ মরদেহ নিয়ে যায়। 

আব্দুল্লাহ আল মামুন/আরএআর