নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসা বিভন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠাল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (৭ জুন) বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেকে ঘুরতে আসা অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থীকে ক্লাস ফাঁকি না দেওয়ার নির্দেশনা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (ওসি) মশিউর রহমানের নির্দেশে ডিএনডি লেকের ভাংগারপুল অংশ থেকে নাভানা সিটি অংশ পর্যন্ত সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক ও পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মো. মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ডিএনডি লেকে বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা ক্লাস ফাঁকি দিয়ে পরিবারের অগোচরে আড্ডা দেয়। 

তাদের মধ্যে অনেকেই আবার টিকটক করে। পরে তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের ক্লাস বর্জন করে ঘোরাফেরা করতে দেখা গেলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। 

আরআই