ফাতেমা মনির

ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের (৫৪) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় তার নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। 

পরে এ ঘটনায় বুধবার (৮ জুন) ফতুল্লা মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ফাতেমা মনির। অভিযুক্তরা হলেন- নাসির উদ্দিন (৬০), পিয়াল (২৮) ও শোভন (২৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফাতেমা মনির তার ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকার কিাশোর গ্যাংয়ের দুই গ্রুপ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত ছিল। তিনি বুঝিয়ে তাদের বাসায় যেতে বললে তারা তা না শুনে উল্টো তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে অবস্থা বেগতিক দেখে তিনি তার বাড়িতে চলে গেলে নাসির উদ্দিনের স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে আনেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় হামলাকারীরা তার পরিহিত পোশাক ধরেও টানাটানি করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে বেঁচে যান তিনি।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন-৪ জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফাতেমা মনির। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা নিজেদের মধ্যে বিবাদে জড়ান। কিন্তু পরে বিষয়টিতে প্রাপ্তবয়স্কদের জড়ানো ঠিক হয়নি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরএআর