সুনামগঞ্জে দুই মামলায় ৪ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের পৃথক দুই মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজ জহুর সেতু এলাকা থেকে তুলে নিয়ে শহরতলীর আম্বর (রাধানগর) পয়েন্ট এলাকায় দলবদ্ধভাবে ধর্ষণ করে কয়েকজন বখাটে। এ ঘটনায় মেয়ের বাবার করা মামলায় দীর্ঘ শুনানি শেষে তিন আসামিকে যাবজ্জীবন ও অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া, আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া, আব্দুস ছালামের ছেলে শামীম মিয়া।
এছাড়াও একই বছর ছাতক থানাধীন দিঘলী চানপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের দায়ে রাজন মিয়া নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাজন মিয়া ছাতক উপজেলার দিঘলী চানুপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আমি মনে করি ভুক্তভোগীরা সঠিক বিচার পেয়েছেন। এভাবে বিচার নিশ্চিত হলে সমাজে এ রকম অপরাধের সংখ্যা কমে যাবে।
আরএআর