সিটি নির্বাচনের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে কুমিল্লা নগরী।
বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে ইতোমধ্যেই সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নগরীর ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে।
এ ছাড়া নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিটির সাবেক প্যানেল মেয়র সৈয়দ সোহেলকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
এ সময় সোহেলের সহযোগী হরিপদও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসব কারণে নগরীর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সবকটি কেন্দ্রকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এ ছাড়া সদর দক্ষিণ উপজেলার ৯টি ওয়ার্ডের ৩২টি ভোটকেন্দ্রের সবই আছে ঝুঁকির তালিকায়।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কিংবা কম ঝুঁকিপূর্ণ যা-ই হোক আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে নির্দিষ্টসংখ্যক পুলিশ, এপিবিএন, আরআরএফ ও আনসার সদস্য মোতায়েন রাখব। ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভোটকেন্দ্রসহ পুরো কুমিল্লা নগরী।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। কোনো কেন্দ্রকেই কম গুরুত্ব দেওয়া হবে না। নির্বাচন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি, একটি নির্বিঘ্ন নির্বাচন উপহার দিতে।
আরআই