কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, নির্বাচন কমিশন এবং স্বতন্ত্র প্রার্থী কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।

রোববার (১২ জুন) সকালে নগরীর রাণীর দিঘির পাড়ে প্রধান নির্বাচনী ক্যাম্পে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রিফাত আরও বলেন, ফল যাই হোক মেনে নেব। আশা করি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন, তারাও ভোটের ফল মেনে নেবেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরএআর