হাকালুকি হাওরে নৌকা ডুবে প্রাণ গেল কলেজছাত্রের
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় হাকালুকি হাওরে নৌকা ডুবে তানিম ছিদ্দিকী (১৯) নামে এক কলেজছাত্র মারা গেছেন। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় শাহ মীর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তানিম ছিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তানিম ছিদ্দিকীসহ ১০/১২ জন নৌকা করে হরিপুর এলাকা থেকে শাহ মীর এলাকায় এক বাড়িতে শিরনি খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও তানিম নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নৌকায় থাকা সাহেদ সিদ্দিকী বলেন, আমরা আটজন নৌকায় ছিলাম। শামির হাওরে আসার পর আচমকা নৌকাটি ডুবে যায়। পরে সাতজন সাঁতার কেটে একটি ব্রিজে উঠি। কিন্তু তানিমকে খুঁজে পাইনি কোথাও।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা সামাদ আজাদ বলেন, ঘটনার পর প্রায় শতাধিক নৌকা দিয়ে এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এক পর্যায়ে মরদেহ উদ্ধার করা হয়।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল, আবহাওয়াও খারাপ ছিল, তাই নৌকা উল্টে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা সুরতহাল করব। কোনো সন্দেহ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওমর ফারুক নাঈম/এসপি