সিরাজদিখান উপজেলা ভূমি অফিস ভস্মীভূত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ভূমি অফিস আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি ল্যান্ডের কক্ষে এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে নথির পাশাপাশি আগুনে পুড়ে গেছে একটি ল্যাপটপ, ফ্যান, জানালার পর্দা, একটি ফোন, টিভি, প্রয়োজনীয় কাগজপত্র। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় ওই অফিসের নৈশপ্রহরী আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে পাশের শ্রীনগর উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ হয়েছে দেখে ফায়ার সার্ভিসের লোকজন চলে যায়।

ভূমি অফিসের নৈশপ্রহরী মাসুদ বলেন, ‘একজন পথচারী আমাকে এসি ল্যান্ড স্যারের রুমে ধোঁয়া উড়ছে দেখিয়েছে। আমি বাহির হতে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলতে চেষ্টা করি। রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্যারের রুমের দরজা খুলে দেখি আগুনে আসবাবপত্র জ্বলছে। পরে আমি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত এসি থেকে হতে পারে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ বলেন, অফিস থেকে আমাকে আগুনের খবর সকালে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে পরে বিস্তারিত বলা যাবে।

এমএসআর