নোয়াখালীর হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়নের নির্বাচন বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ ভোটাররা। এসময় তারা প্রহসনের নির্বাচন মানি না, অবৈধ নির্বাচন মানি না বলেও স্লোগান দেন।

বুধবার (১৫ জুন) দুপুরে চানন্দী ইউনিয়নের চর নাঙ্গলিয়ার মঞ্জু চেয়ারম্যানের বাজারে বিক্ষোভ করে তারা। 

বিক্ষোভকারীরা বলেন, ইসি বলেছে হাতিয়ায় সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমাদের সঙ্গে ধোকা দেওয়া হয়েছে। আমরা বলেছি ভোটকেন্দ্রে মোটা কাপড় দেওয়ার জন্য, কিন্তু তারা দেননি। ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা কেন্দ্রে গেছে তাদের আটক করে বেঁধে নির্যাতন করছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, প্রশাসন অবৈধ নির্বাচন করেছে। আমরা এর প্রত্যাহার চাই। আবারও সুষ্ঠু ভোট চাই। আমরা এই এলাকার মানুষ। আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে প্রশাসন। আমরা এই ভোট প্রত্যাখান করলাম। 

এসময় চানন্দী ইউনিয়নের ঢোল প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম শামীম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী আসনের সদস্যরাসহ এলাকার মানুষজন উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর সম্পূর্ণ ইউভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে হরনী ও চানন্দী  ইউনিয়নের নির্বাচন। ১নং হরনী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭ ও চানন্দীতে ভোটার সংখ্যা ৪০ হাজার ৭০১ জন। 

হাসিব আল আমিন/এমএএস