টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।  শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌরশহর। 
মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েকটি গ্ৰাম বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতঘর, সবজির ক্ষেত। 

শহরের কুসুমবাগ, পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড, আরামবাগ, দ্বারকসহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে। অতিবৃষ্টিতে শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানি হাওরগুলোতে জমে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল, কাগাবালা ও খলিলপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্ৰামগুলো পানিতে তলিয়ে গেছে। 

মৌলভীবাজার সদরের আমতৈল গ্রামের বাসিন্দা মৌলা মিয়া বলেন, বৃষ্টির পানিতে আমার সবজির বাগান ভেসে গেছে। শিমসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। ঘরের উঠানে পানি। আরেকটু বৃষ্টি হলে ঘরে পানি উঠবে। 

কুলাউড়া উপজেলার সুমন আহমদ বলেন, ভারী বর্ষণ  ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এলাকাজুড়ে পানি বেড়েই চলছে। জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এবং কুলাউড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। যত সময় যাচ্ছে পানি ততই বাড়ছে। 

রাজনগর উপজেলার মাছুম বকস জানান, মধ‍্যরাত থেকে টানা বৃষ্টির কারণে মৌলভীবাজারের রাজনগর বাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এছাড়া কাউয়াদিঘি হাওরের নিম্নাঞ্চল ডুবে গেছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, মৌলভীবাজারের নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত এক দিনে প্রায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে গেছে। যদি বৃষ্টিপাত আরও কয়েকদিন হয়, তাহলে প্রভাব পড়বে।

ওমর ফারুক নাঈম/আরএআর