সুনামগঞ্জ শহরে বন্যায় আটকে পড়া পর্যটক, কর্মজীবীসহ ৩৫ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের চামড়াঘাটে নিয়ে আসা হচ্ছে।

রোববার (১৯ জুন) দুপুর পৌনে ২টার দিকে বজরা হাউজ বোটে কর্মরত দিগন্ত নামের একজন এ তথ্য নিশ্চিত করেছেন।

দিগন্ত ঢাকা পোস্টকে জানান, বন্যায় আটকে পড়া ৩৫ জনের মধ্যে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জে কাজ করতে যাওয়া ১২ জন মিস্ত্রি, বিভিন্ন স্থান থেকে হাওর ঘুরতে আসা ১৫ জন পর্যটক, সুনামগঞ্জে কাজ করে ঢাকার বাসিন্দা পরিবারের ৫ জন ও অন্য তিনজনসহ ৩৫ জনের শহরে একটি স্থানে আটকা পড়ে।

তাদের সকালে উদ্ধার করে বজরা ভ্রমণ হাউজ বোটের লোকজন। তাদের নিয়ে চামড়াঘাটে পৌঁছাতে সাড়ে তিনটা বেজে যাবে।

তিনি আরও জানান, এই বোটটি ফেরার সময় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে আবার সুনামগঞ্জে ফিরে যাবে।

এসকে রাসেল/এনএ