নারায়ণগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় ফারুক মিয়া (৪০) নামে এক রিকশাচালক মারা গেছেন। রোববার (১৯ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ।

নিহত ফারুক ফতুল্লার মাসদাইর এলাকার খানকার মোড়ের মৃত সাঈদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক বাস দুটিকে ও একজন চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌমিতা ও বাঁধন পরিবহনের দুটি বাস এক অপরকে ওভারটেক করতে বার বার চেষ্টা করছিলেন। এ সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে রিকশাচালক ঘটনাস্থলেই মারা যায়।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ ঢাকা পোস্টকে বলেন, মৌমিতা ও বাঁধন পরিবহনের বাসের বেপরোয়া গতিতে ওভারটেকিং করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। আইন অনুযায়ী মামলা করা হবে। ঘাতক বাস দুটি ও একজন বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এসপি