ফুলতলা উপজেলায় বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

খুলনার ফুলতলা উপজেলায় বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু সালেহ হোসেন (৩৭) যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিস্ত্রির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. মাহাতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে খুলনাগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের আসনে ছিল চালকের লাশ। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

মোহাম্মদ মিলন/এএম