সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুশিক্ষার্থীরা

শাওফান নুর রাফসান। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ থাকার কারণে স্কুলে যাওয়া হচ্ছে না তার। বন্ধ রয়েছে সকল ক্লাস-পরীক্ষা। প্রায় ১ বছর পর কোনো পরীক্ষায় অংশ নিচ্ছে সে। তাও আবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পেনসিল-কাঠ-স্কেল দিয়ে কাগজে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ মিনার।

একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পর্ব তালুকদার। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে। সেও শহীদ মিনার আঁকছে। তবে সে জল রং দিয়ে একটু ভিন্ন রকম করে ফুটিয়ে তুলছে ’৫২-এর সেই পরিবেশ। কিছু ছাত্র-যুবক ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করছে। তাদের ব্যানারে লেখা ‘রাষ্ট্র ভাষা, বাংলা চাই’।

 জল রং দিয়ে ভিন্ন রকম করে শহীদ মিনার আঁকছে শিক্ষার্থী পর্ব তালুকদার

জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমনই মনের রং মিশিয়ে ছবি আঁকছিল শিক্ষার্থীরা। বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পৌর শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী স্বপন চৌধুরী, রোনা লেইস, মঞ্জু তালুকদার ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান আঁকছে শহীদ মিনার

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ঢাকা পোস্টকে বলেন, মহান শহীদ দিবস উপলক্ষে আমরা স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন করছি। শিক্ষার্থীরাও অনেক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

সাইদুর রহমান আসাদ/এমএসআর