কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে রাস্তা ঠিক রাখতে গাড়ি চলাচল বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার (২২ জুন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, অষ্টগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে উপজেলার কাঁচা/পাকা রাস্তা সমূহের ক্ষয়ক্ষতি থাকায় সকল প্রকার ভারি যানবাহন (যেমন: ছোট বড় ট্রাক্টর ও ট্রলি) চলাচল নিষিদ্ধ করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ ঢাকা পোস্টকে বলেন, বন্যার পানির কারণে রাস্তাগুলো নরম হয়ে গেছে। রাস্তাগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যার পানি সরে গেলেই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

এসকে রাসেল/এমএএস