পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বেশ কিছু মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে। জরিমানার শিকার প্রথম ব্যক্তির নাম আইয়ুব খান। মাথায় হেলমেট না পরায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরও সাত চালককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

পদ্মা সেতুতে প্রথম জরিমানা দেওয়া আইয়ুব খান জানান, তিনি মাদারীপুর থেকে সেতু দেখতে এসেছেন। সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে যাচ্ছিলেন তিনি। একটু এগোতেই ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা ঢাকা পোস্টকে বলেন, হেলমেট-বিহীন চালক ও আরোহীদের জরিমানা করা হয়েছে। আমরা আটজনকে জরিমানা করেছি।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু।

সৈয়দ মেহেদী হাসান/এনএ/জেএস