পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রথম ৮ ঘণ্টায় ৩৫ লাখ ৯৬ হাজার ২০০ টাকার টোল আদায় করা হয়েছে। রোববার (২৬ জুন) বিকেল ৫টায় টোল ম্যানেজার কামাল হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই যানবাহনের চাপ ছিল। আমরা ও প্রশাসন মিলে এটিকে সামাল দেই। সকাল ৬টায় পদ্মা সেতুর টোল নিয়ে প্রথম মোটরসাইকেল পার হয়। সকাল ৬টা থেকে দুপুর ২টা প্রথম ৮ ঘণ্টায় ৬ হাজার ৬৬২টি যানাবাহন পার হয়েছে। এতে ৩৫ লাখ ৯৬ হাজার ২০০ টাকা আদায় করা হয়।

এর আগে, গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস