রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

পরে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শদীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন।

এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, একুশের চেতনায় বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে গড়ে তুলে পারি, সেটিই হবে আজকে আমাদের প্রত্যয়।

তিনি আরও বলেন, শহীদ মিনারে নির্বিশেষে প্রতিটি বাঙালি আমরা সমবেত হয়েছি, আজকে আমাদের কোনো ভেদাভেদ নেই। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই স্বপ্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাস্তবায়ন করব।
 
রনি মিয়াজী/এমএসআর