মেহেরপুরের গাংনীতে মার্সেলের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকার গিফট ভাউচার পেয়েছেন সাগরিকা নামে এক গৃহবধূ।  তিনি উপজেলার সাহেবনগর গ্রামের সদ্দারপাড়ার মৃত আমজাদ হোসেনের স্ত্রী।

শুক্রবার (১ জুলাই) দুপুরে মার্সেলের অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান সাগরিকার হাতে গিফট ভাউচার তুলে দেন।

তাজ ইলেকট্রনিক্সের মালিক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তাজ ইলেকট্রনিক্সের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন, এরিয়া সেলস ম্যানেজার শামিম উদ্দীন, বামুন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

গৃহবধূ সাগরিকা বলেন, আমার ছেলে সাজ্জাদ হোসেন সৌদি আরব থেকে টাকা পাঠায়। আমি বামুন্দি বাজারের তাজ ইলেকট্রনিক্স থেকে গত ১৩ জুন ৩৭ হাজার ২০০ টাকা দিয়ে একটি মার্সেলের ফ্রিজ ক্রয় করি। ১৭ জুন মোবাইল ফোনে মেসেজ আসে আমি ১০ লাখ টাকার গিফট ভাউচার পেয়েছি। আমি বামন্দি তাজ ইলেকট্রনিক্সে যোগাযোগ করি। আজ আমাকে মার্সেলের মাধ্যমে তাজ ইলেকট্রনিক্স মার্সেল শোরুমে আমাকে ১০ লাখ টাকার গিফট ভাউচার প্রদান করে। এটা আমার কাছে আশ্চর্য ও স্বপ্নের মতো মনে হচ্ছে। মোবাইলে মেসেজ পড়ে আমি যখন জানতে পারি আমি ১০ লাখ টাকার পুরস্কার পাব, তখন আমি আানন্দে কেঁদেছি, নিজেকে সামলাতে পারিনি। 

চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল শুধু নিজের লাভের কথাই ভাবে না, মার্সেল মানুষের বা একটি পরিবারের জীবন বদলে দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে ময়দানে কাজ করছে। শুধু সাগরিকাই নয়, মার্সেলের এই পুরস্কার পেয়ে দেশের অনেক মানুষের জীবন বদলে গেছে। 

আকতারুজ্জামান/আরএআর