ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় মাদারীপুরের শিবচর উপজেলায় বিষপানে এক স্কুলছাত্রী (১৭) আত্মহত্যা করেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত স্কুলছাত্রী পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং পাঁচ্চর ইউনিয়নের বাসিন্দা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বিষপান করে ওই ছাত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিবচরের কাদিরপুর ইউনিয়নের রনি বেপারী নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্কুলছাত্রীর। তরুণের পরিবার বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে ছাত্রীর পরিবার। এরপর ফেসবুকের একটি ফেক আইডি থেকে ছাত্রীর আপত্তিকর কিছু ছবি পোস্ট করা হয়। ক্ষোভে ও লজ্জায় শুক্রবার সন্ধ্যায় বিষপান করে ছাত্রী।

গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফরিদপুর হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখান থেকে ঢাকা নেওয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্কুলছাত্রীর মা বলেন, মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল রনির পরিবার। এর আগে ভাগনিকে রনির চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ায় নতুন করে আত্মীয় করতে চাইনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে মেয়ের কিছু ছবি ফেসবুকে ছেড়ে দেয় রনি। সেই সঙ্গে ফেসবুকে ভিডিও ছাড়ার হুমকি দেয়। ফেসবুকে নিজের আপত্তিকর ছবি দেখে ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করে মেয়ে।

একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকের যে ফেক আইডি থেকে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে, সেটি চালায় রনি বেপারী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মেয়ের পরিবারের সদস্যরা এখনো মামলা করেনি। যদি তারা মামলা করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখব।

নাজমুল মোড়ল/এএম