নিয়ম মেনে পতাকা উত্তোলন না করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম সম্পর্কে জানাতে অভিযান
রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ জরিমানা করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের নির্দেশ থাকলেও রংপুরে বেশ কিছু প্রতিষ্ঠানে তা মানা হয়নি। দুপুরে জেলা প্রশাসন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম সম্পর্কে জানাতে অভিযানে নামে।
বিজ্ঞাপন
রংপুর নগরের আরডিআরএস মোড় থেকে ধাপ মেডিকেল মোড় এলাকা পর্যন্ত চালানো অভিযানে লাজফার্মা, পপুলার-১ ডায়াগনস্টিক সেন্টার, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাব এইড ক্লিনিক ও সেবা প্যাথলজিক্যাল সেন্টারে সঠিকভাবে পতাকা উত্তোলন না করার ব্যাপারটি পতাকা পরিদর্শন দলের দৃষ্টিগোচর হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, আজকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত অর্থাৎ পতাকার প্রস্থের সমপরিমাণ নিচু করে উত্তোলন করতে হবে। জাতীয় কোনো দিবসে কীভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, সেই নিয়ম না জানাটা খুবই দুঃখজনক। আইনের দৃষ্টিতে এটা অপরাধ। আমরা অভিযানে পতাকা উত্তোলনে সরকারি নির্দেশনা এবং আইন সম্পর্কে প্রতিষ্ঠানগুলোকে অবগত করেছি। পাশাপাশি অভিযানে তাদের জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও বাংলাদেশ ব্যাংক, জেলা সিভিল সার্জন কার্যালয়, আরডিআরএস বাংলাদেশ রংপুর ভবন, মোহাম্মাদিয়া ড্রাগসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তনুকা ভৌমিকসহ পতাকা পরিদর্শন দলের সদস্য তথ্য কর্মকর্তা আলমগীর কবীর, সিটিএসবির ইন্সপেক্টর সামিউল ইসলাম, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সাংবাদিক সুশান্ত ভৌমিক ও সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)- এ জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান আছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। তা ছাড়া শহীদ দিবস ও জাতীয় শোক দিবসে বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।
অর্ধনমিত রাখতে হলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে রশির সাহায্যে পতাকা দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে। দিন শেষে পতাকাটি যখন নামানো হবে, তখন পতাকাটি আবার দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপর ধীরে ধীরে নামাতে হবে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর