স্কুল ব্যাগ পেয়ে খুশি ৩য় শ্রেণির শফিক

যমুনার চরে একটি স্কুলের একশ মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছে নুসাইবাহ কিডস ফাউন্ডেশন অফ কানাডা নামে একটি সংগঠন।

গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম যমুনার কাগমারি চরের অ আ ক খ স্কুলে এ আয়োজন করা হয়। এসময় স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, স্কুলের ২শ শিক্ষার্থীর মধ্যে মেধাবী একশ জনকে ব্যাগ দেয়া হয়েছে। তবে খাবার সবাইকে দেয়া হয়েছে। চরের এসব শিশুকে লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মাতেই মূলত এসব উদ্যোগ নেয়া হয়।

তিনি ঢাকা পোস্টকে বলেন, চরের মানুষ খুবই অভাবি। এসব শিশুর পরিবারের কারও ব্যাগ কেনার মতো সামর্থ্য নেই। 

স্কুল ব্যাগ পেয়ে ৩য় শ্রেণির শফিক জানায়, চরে আমাদের বাড়ি। ব্যাগ কেনার সামর্থ নেই আমাদের। নুসাইবাহ কিডস ফাউন্ডেশন অফ কানাডা থেকে স্কুল ব্যাগ পাওয়ায় আমরা খুব খুশি।

এমএএস