পটুয়াখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিসহ আহত ১০
আহত পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রিকশাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক ভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর প্রতিবাদে রোববার রাতে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে ৭ নম্বর ওয়ার্ডের রিকশাস্ট্যান্ডে তাদের সঙ্গে স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে আ স ম ফিরোজ সমর্থিত পক্ষের পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকসহ ছয়জন আহত হন। এ সময় মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত পক্ষের চারজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম ফারুকসহ কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরএআর