হঠাৎ ইঞ্জিন বিকলের কারণে গাইবান্ধা স্টেশনে আটকা পড়েছে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে স্টেশনের ১ নম্বর লাইনের ওপর আটকা পড়ে ট্রেনটি। দীর্ঘ তিন ঘণ্টা ধরে ট্রেনটি আটকে থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৪১ মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। চার মিনিট বিরতির পর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিক চেষ্টা করেও ইঞ্জিন স্বাভাবিক করা যায়নি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেনের চালক মনিরুল ইসলাম ফেইলর মোমো দেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আবুল কাশেম সরকার মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ট্রেনের ইঞ্জিন বিকলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতোমধ্যে বিকল্প হিসেবে লালমনিরহাট থেকে একটি রিলিফ ইঞ্জিন গাইবান্ধায় পৌঁছেছে।

অল্প সময়ের মধ্যে স্টেশন থেকে ট্রেনটি রংপুর হয়ে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে। স্টেশনে ট্রেনটি আটকা পড়ে থাকলেও এ রুটে অন্য কোনো ট্রেন চলাচলে সমস্যা নেই বলে জানান তিনি।

এদিকে তিন ঘণ্টা ধরে আটকা পড়ায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন ছেড়ে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে বিকেল ৫টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

রিপন আকন্দ/এনএ