দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
স্বর্ণের বারসহ আটক ইমাদুল হোসেন
যশোরে ২০ পিস স্বর্ণের বারসহ ইমাদুল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইমাদুল হোসেন বেনাপোলের কাগজপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর থেকে স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমাদুল হোসেনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। আটক ইমাদুল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
আরএআর