পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা। এ সময় সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩২ হাজার ৪৪০টি। তবে আজ সকাল থেকে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে সেতু দিয়ে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে এসব তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, ঈদের দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করেছে। গতকাল বিকেলের দিকে জাজিরা প্রান্তে কিছুটা যানবাহনের চাপ লক্ষ করা গেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার মাওয়া প্রান্তে যানবাহন চাপ না থাকলেও কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তাই জাজিরা টোল প্লাজায় কিছু যানবাহনের চাপ রয়েছে। টোল দিয়েই নির্বিঘ্নে যানবাহন সেতু পার হয়ে যেতে পারছে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ