দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে একটি ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রজব আলী মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট উপস্থিত হয়ে কাজ শুরু করে। স্থানীয় শ্রমিক ও ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, বিকেল ৪টার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে একটি ট্রাকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার পূর্বেই পুরো ট্রাকের মালামাল ও ট্রাক নষ্ট হয়ে গেছে। তবে ট্রাকের বাইরে কোথাও আগুন ছড়ায়নি। 

সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ভারতীয় ১৬ চাকার একটি ট্রাকে আগুন লেগেছিল। আগুন লাগার সাথে সাথে স্থলবন্দরের নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

তিনি আরও বলেন, আগুন লাগা ভারতীয় ট্রাকটিতে ব্লিচিং পাউডার ছিল। গত প্রায় টানা ১৫-১৬ দিন ধরে ট্রাকটি বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ভারতীয় অংশে তীব্র রোদে অপেক্ষায় ছিল। আজকে (বুধবার) ৩টা ৪৫ মিনিটের দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই পানামা পোর্টে প্রবেশের সাথে সাথে ব্লিচিং পাউডারভর্তি ট্রাকটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র রোদের কারণে কেমিক্যাল পদার্থ হওয়ায় আগুন লাগতে পারে। 

জাহাঙ্গীর আলম/এমএএস