মো. সাবিরুল ইসলাম

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মো. সাবিরুল ইসলাম। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলামকে বিভাগীয় কমিশনার রংপুর, হিসেবে বদলি করা হয়েছে।

বর্তমানে রংপুরে কমিশনার হিসেবে দায়িত্বে আছে ১১তম বিসিএসের কর্মকর্তা মো. আব্দুল ওহাব ভূঁইয়া।

ফরহাদুজ্জামান ফারুক/আরআই