আসামি নূর হোসেন

আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে আদালতে উপস্থিত করতে না পারায় নারায়ণগঞ্জের জেল সুপার মাহবুবুল আলমকে শোকজ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন জেল সুপারের দায়িত্বে অবহেলাকে দায়ী করে তাকে শোকজ করেন এবং আগামী ৮ আগস্ট সশরীরে উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে পরবর্তী তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের একটি অস্ত্র মামলায় রায়ের দিন ও একটি চাঁদাবাজির মামলায় নূরসহ চার সহযোগীর আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতে সেসময় সাক্ষীরা উপস্থিত থাকলেও অনপুস্থিত ছিলেন আসামি নূর হোসেন। এতে করে অস্ত্র মামলার রায় প্রস্তুত থাকলেও আসামির অনপুস্থিতিতে দেওয়া সম্ভব হয়নি। 

এদিকে সাক্ষীরা সাক্ষ্য দিয়েই না করেই বাড়ি ফেরেন। ফলে আদালত জেল সুপারের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে শোকজ করেছেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সালাহ উদ্দীন সুইট ঢাকা পোস্টকে বলেন, আজকের মামলার গুরুত্বপূর্ণ আসামি ছিলেন নূর হোসেন। তার অনুপস্থিতির কারণে মামলার রায় প্রস্তুত থাকার পরেও কোনো ধরনের বিচারিক কার্যক্রম পরিচালনা করা যায়নি। আসামিকে আদালতে উপস্থিত করতে না পারলে তা কারা কর্তৃপক্ষকে আদালতে জানাতে হয়। তবে কারা কর্তৃপক্ষ আদালতকে এই মর্মে কোনো কিছুই জানায়নি। এতে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হয়েছে। তবে যতদূর জানতে পেরেছি ঢাকার একটি বিশেষ আদালতে নূর হোসেনের হাজিরা থাকায় তাকে আদালতে আনা যায়নি।

তিনি আরও বলেন, বিজ্ঞ আদালতের মূল্যবান সময় অপচয় ও দায়িত্বে অবহেলা করায় নারায়ণগঞ্জের জেল সুপার মাহবুবুল আলমকে শোকজ করেন আদালত। আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করে তাকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় রায়সহ অন্য দুই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। মামলায় রায় প্রস্তুত করা হয়েছিল, শুধুমাত্র জেল সুপারের দায়িত্বে অবহেলার কারণে রায় দেওয়া হয়নি।

আরএআর