রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বহরের কালুখালী গ্রামের হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম (২৮) ও তার সাড়ে ৩ মাস বয়সী মেয়ে চাঁদনী আক্তার।

প্রতিবেশী সেলিনা বেগম জানান, ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। শিশু তানিয়া তার ভাইয়ের কোলে ছিল। তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তখন মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে বুকের দুধ খাওয়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকা টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মা-মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীর সামসুজ্জামান/আরএআর