নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা ফেরি
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মালবাহী ট্রাকসহ ফেরি কনকচাঁপা মেঘনা নদীর চরে আটকা পড়েছে। শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টার দিকে ফেরিতে থাকা বাবুর্চি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাঁপা মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে ওঠা চরে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘাট থেকে ফেরি কদম এনে আটকা পড়া কনকচাঁপাকে হেলান দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোনো যাত্রী নেই।
মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
হাসান মাহমুদ শাকিল/এসকেডি