ঈদুল আজহাকে পুঁজি করে ২৫০ টাকা বেশি দামে বাসের টিকিট বিক্রি করায় লক্ষ্মীপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী মিয়ামী বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও তিনটি কাউন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৭ জুলাই) বিকেলে বেগমগঞ্জের চৌমুহনী পৌর বাস টার্মিনালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এসব জরিমানা করেন।  তাকে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। 

কাউছার মিয়া ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর চৌমুহনী পৌর বাস টার্মিনালে ঈদুল আজহাকে পুঁজি করে বাসের টিকিট বেশি দামে বিক্রি করায় মিয়ামী বাস কাউন্টারকে ১০ হাজার, লাল সবুজ বাস কাউন্টারকে ৩ হাজার, সৌদিয়া বাস কাউন্টারকে ১ হাজার ও ঢাকা এক্সপ্রেস বাস কাউন্টারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, মিয়ামী পরিবহনের কাউন্টার ৫০০ টাকার ভাড়া ২৫০ টাকা বৃদ্ধি করে ৭৫০ টাকা নিচ্ছে। আগামীতে নির্ধারিত ভাড়া থেকে যেন অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করে, সে জন্য জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
 
হাসিব আল আমিন/আরএআর