মাগুরা আদালত চত্বর

মাগুরায় রাজু হত্যা মামলার রায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আলতু লস্কর, ইদ্রিস আলী মোল্যা ও কাশেম লস্কর।

এদিকে রায় ঘোষণার পর এজলাসকক্ষে মামলার বাদী মাহবুবুর রহমানের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষের লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাদীকে পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেন।

জানা যায়, ২০০৫ সালের ১ জানুয়ারি মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রাজু আহমেদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে নিহতের চাচা হাফিজুর রহমান বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৪ জনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর একজন আসামি এবং মামলার বাদী মৃত্যুবরণ করলে মামলার বাদী হন নিহতের বাবা মাহবুবুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মশিউর রহমান জানান, ওই বছর ২ মে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি সাক্ষীর জেরা শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

মামলার বাদী মাহাবুবুর রহমান ঢাকা পোস্টকে জানান, রায় ঘোষণা করে বিচারক এজলাস ত্যাগ করার পর আসামিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালায়। আইনজীবী ও পুলিশ সদস্যরা সবাইকে শান্ত করেন। পরে পুলিশ আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়।

পুলিশি নিরাপত্তায় বাদীকে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি মাগুরা সদর থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন হাককানী/এমএএস