টেকনাফে ২৬ নম্বর রোহিঙ্গা শিবির শালবন পাহাড়ে ঘটনাটি ঘটে

কক্সবাজারে টেকনাফের শালবন পাহাড়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় ৭টি দেশীয় তৈরি অস্ত্র, দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলিসহ বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়।

ডাকাত বাহিনীর প্রধান জকির নিহতের খবর পাওয়া গেলেও বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের শালবন পাহাড়ে ঘটনাটি ঘটে।

কক্সবাজার র‌্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআর