মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির দুই যাত্রী মারা গেছেন। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাজৈর বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রওশন আরা (৪১) ও আল্লাদী আক্তার (২১)। তারা সম্পর্কে মা-মেয়ে। তারা ফরিদপুরের ভাঙ্গা থানার ছলিমদিয়া এলাকার বাসিন্দা।

ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পেঁয়াজবোঝাই একটি পণ্যবাহী ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজৈর বৌলগ্রাম এলাকায় পৌঁছালে ওই এলাকার একটি সেতুতে নির্মাণ কাজ করায় বিকল্প সড়ক ব্যবহারের সময় একটি ভ্যান উল্টে গিয়ে আল্লাদী আক্তার ও তার মা রওশন আরা আহত হন। এ সময় ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসপি