ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) বুধবার (২৭ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন ইউপিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে জামানত খুইয়েছেন আওয়ামী লীগের এক প্রার্থী।

আড়পাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান (মোটরসাইকেল) দুই হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বদরুজ্জামান বাবু (ঘোড়া) পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। এই ইউনিয়নের মোট নয় প্রার্থীর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী মো. আরমান হোসেন বাবু সপ্তম হয়ে জামানত খুইয়েছেন। তিনি ভোট পেয়েছেন মাত্র ২২১টি। 

ডুমাইন ইউনিয়নে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে (আনারস) প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ্ আসাদুজ্জামান তিন হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা শ্রমিক লীগের সদস্য মো. খুরশিদ আলম (নৌকা) পেয়েছেন পেয়েছেন তিন হাজার ২৩৬ ভোট।

মেঘচামী ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য (চশমা) মো. সাবিরউদ্দিন শেখ। তিনি পেয়েছেন চার হাজার ৪৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলী খান (নৌকা) পেয়েছেন দুই হাজার ৬২৮ ভোট।

জহির হোসেন/ওএফ