আবু সাইদ বিশ্বাস (বাঁয়ে) ও আশরাফ হোসেন

ঝিনাইদহ সদর উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার ৮ নং পাগলা কানাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আতাউর রহমান আতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট।

এদিকে ১৬ নং সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কবির হোসেন কেবি পেয়েছেন ৩ হাজার ৯০৪ ভোট।

জানা যায়, সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত ছিল প্রায় ১১ বছর। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে দুই ইউনিয়নের ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বলেন, দুটি ইউনিয়নে ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মামুন/এসপি