জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে ছয় মাসের বেশি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা নেই। সুতরাং বেশি বেশি জ্বালানি তেল আনারও সুযোগ নেই। এছাড়া আবহাওয়া ঠান্ডা হলে অক্টোবরের পর দেশে বিদ্যুতের ঘাটতি আর থাকবে না। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলায় শিক্ষার হার তুলনামূলক কম। শতকরা ৬৯ ভাগ মানুষ শিক্ষিত। শিক্ষার হার বৃদ্ধিতে সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া হবে। কারণ শিক্ষা মানুষের বুদ্ধিমত্তাকে বিকশিত করে, বিচক্ষণতা বৃদ্ধি করে। শিক্ষা জাতিকে উন্নত করে। তাই শিক্ষা-ই হলো বড় বিনিয়োগ। 

তিনি বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। মেহেরপুর জেলা বর্ষার সময় সবুজে প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষ আমাদের মেহেরপুরকে সবুজ-শ্যামল করে রেখেছে। সুতরাং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই বর্ষায় বাড়িতে বাড়িতে বৃক্ষরোপণ করতে পারেন সবাই।

জেলা বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অর্ধশত স্টল পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্ষালয় চত্বরে পাঁচ দিনব্যাপী চলবে এ বৃক্ষমেলা ।

আকতারুজ্জামান/আরআই