লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সবুজ
মোসাদ্দেক হোসেন সবুজ ও শাহাদাত হোসেন
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাহাদাত হোসেন (জামায়াত) ও সাধারণ সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন সবুজ (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন। শাহাদাত হোসেন দ্বিতীয় মেয়াদে সভাপতি পদে বিজয়ী হলেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতি কার্যালয়ের দ্বিতীয় তলায় (২০২১-২০২২) গোপন ভোটের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে আওয়ামী লীগের আবদুর নূর ও সাধারণ সম্পাদক পদে হাসান আল মাহমুদ বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি আবুল খায়ের, অলি উল্যা চৌধুরী, সহ-সম্পাদক মাহাবুবুল করিম টিপু, শাহাদাৎ হোসেন বাবলু, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম মহসিন, সাংস্কৃতিক সম্পাদক অনিম জোবায়ের, সদস্য কামরুল ইসলাম মানিক, ফজলে এলাহি, আবদুর রহিম রাজু, আফরোজা ববি, শামসুল ইসলাম।
বিজ্ঞাপন
জানা গেছে, এবার লক্ষ্মীপুর আইনজীবী সমিতিতে সভাপতি সম্পাদকসহ ১২ পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন। এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে অনিম জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হাসান মাহমুদ শাকিল/এসপি